ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাম্বুলেন্সে মদের হোম ডেলিভারি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
অ্যাম্বুলেন্সে মদের হোম ডেলিভারি!

করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউনের মধ্যে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সে করে মাদকের হোম ডেলিভারি দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় পুলিশের কাছে এমন এক চক্র ধরা পড়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের মালদার হাবিবপুর থানার অধীনস্থ আইহো অঞ্চলে হাইওয়ে থেকে অ্যাম্বুলেন্সটিসহ দু’জনকে আটক করেছে পুলিশ।  

ভারতীয় সংবাদ মাধ্যম স্থানীয় পুলিশের সূত্র দিয়ে জানায়, লকডাউনের মধ্যে ছুটছিল অ্যাম্বুলেন্সটি।

পরে পুলিশ তল্লাশি চৌকিতে আটক করে দেখা যায় সেখানে মদের কার্টুন এবং বিদেশি মদ।

পুলিশ জানায়, ওই অ্যাম্বুলেন্সটি লকডাউনের সময় মদের হোম ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। এসময় ভিতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

হাবিবপুর থানা পুলিশ ওই অ্যাম্বুলেন্স ও মদ বাজেয়াপ্ত করেছে। অ্যাম্বুলেন্স করে মদের হোম ডেলিভারির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।