ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
নিউজিল্যান্ডে বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

সোমবার স্থানীয় সময় (২৭ এপ্রিল) সকাল ১০টা ৫২ মিনিটে দক্ষিণ দ্বীপাঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।  

খবরে বলা হয়, ভূমিকম্পে ডুনেডিন, কুইন্সটন ও ইনভারকারগল এলাকার অধিবাসীরা কেঁপে ওঠেন।

এটির উপকেন্দ্র ছিল তে আনাউ অঞ্চল থেকে উত্তরে ও মিলফোর্ড সাউন্ড এলাকা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।  

ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। ৯ দিন আগে এর কাছাকাছি আরও একটি ভূমিকম্প হয়। তবে সেটি তেমন শক্তিশালী ছিল না।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।