ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ১৭, ২০২০
ভারতে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়লো

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভারতে চতুর্থবারের মতো লকডাউনের সময়সীমা বাড়ানো হলো। এবারে দুই সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। তবে দিনের বেলায় মানুষের চলাচল এবং অভ্যন্তরীণ রুটে বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচলে শিথিলতা রয়েছে। কিন্তু আগের মতোই মদের দোকান, বিমান ভ্রমণ, মেট্রো রেল, মল, জিম ও বড় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।

ভারতীয় সরকারের তরফ থেকে জোর দিয়ে জানানো হয়েছে, ৬০ বছরের ওপরে ও ১০ বছরের নিচে শিশুদের দরজার বাইরে বের হওয়া ঠিক হবে না।

এর আগে গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এক বৈঠক করেন।

যেখানে জানানো হয় করোনা সীমানা ঠিক করতে রাজ্যগুলো লাল, সবুজ ও কমলা রঙ ব্যবহার করবে।

ভারতে কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৯৬ জনের। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৪৪৯ জন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।