ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত, একদিনে সাড়ে ৭ হাজার শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ২৯, ২০২০
ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত, একদিনে সাড়ে ৭ হাজার শনাক্ত

প্রতিবেশী দেশ ভারতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা। গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৬৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর এটি দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ; রেকর্ড।

আবার এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশে এ পর্যন্ত চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।

যা ভারতকে বিশ্বের নবম তম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে শনাক্ত করেছে। এমনকি ভাইরাসটির ‘উৎপত্তিস্থল’ চীনকেও ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য জানায়, ভারতে মোট আক্রান্ত সংখ্যা হয়েছে এক লাখ ৬৫ হাজার ৭৯৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন সাত হাজার ৪৬৬ জন।

তবে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও। এখন পর্যন্ত দেশটিতে করোনামুক্ত বা সুস্থ হয়েছেন ৭১ হাজার ১০৬ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় চীনকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। এছাড়া আক্রান্ত শনাক্ত সংখ্যায় চীনের প্রায় দ্বিগুণ হয়েছে গেছে ভারতে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মে ২৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।