ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শেষ মুহূর্তে এসে ১৪৩ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
শেষ মুহূর্তে এসে ১৪৩ জনকে ক্ষমা করলেন ট্রাম্প স্টিভ ব্যানন

সাবেক সহযোগী স্টিভ ব্যাননসহ ৭৩ জনকে ক্ষমা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কমিয়ে দেওয়া হয়েছে আরও ৭০ জনের সাজা।

বুধবার (২০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে এমন সিদ্ধান্ত নিলেন।

খবরে বলা হয়, প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জালিয়াতির অভিযোগ থাকা তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননসহ ৭৩ জনকে ক্ষমা ঘোষণা করেছেন। এছাড়া আরও ৭০ জনের সাজা কমিয়ে দেওয়া হয়েছে।

আলোচিতদের মধ্যে র‌্যাপার লি ওয়েনকে ক্ষমা করা হয়েছে। একইসঙ্গে র‌্যাপার কোডাক ব্ল্যাক এবং ডেট্রয়েটের সাবেক মেয়র কেওমে কিলপ্যাট্রিকের সাজা কমানো হয়েছে।

তবে তিনি নিজের বা পরিবারের সদস্যদের জন্য ক্ষমা ঘোষণা করেননি।

বাইডেনের শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি চাইলে আরও মানুষকে সাজা থেকে মুক্তি দিতে বা লঘু করতে পারেন।

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।