ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একাডেমিক কাজে আরব বিশ্বকে ১ মিলিয়ন ডলার দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
একাডেমিক কাজে আরব বিশ্বকে ১ মিলিয়ন ডলার দেবে ভারত

একাডেমিক কাজে সহযোগীতার জন্য জন্য আরব বিশ্বের সঙ্গে এক মিলিয়ন ডলারের আর্থিক সুবিধা স্থাপন করবে ভারত। প্রতিবেশী দেশের নাগরিকদের সঙ্গে ভারতের নাগরিকদের যোগাযোগ গুরুত্বপূর্ণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সম্প্রতি আরব-ইন্ডিয়া সহযোগিতা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভার্চ্যুয়ালি এই সভায় আরব দেশগুলোর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিনিয়র কর্মকর্তারা আরব দেশগুলো সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। একইসঙ্গে তারা বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে একত্রে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশগুলো একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।