ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন সামরিক বহরে একদিনে পাঁচ দফা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
ইরাকে মার্কিন সামরিক বহরে একদিনে পাঁচ দফা হামলা

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে আরেক দফা হামলা হয়েছে। হামলায় বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

একই দিন এর আগে বিভিন্ন স্থানে চারবার হামলা চালানো হয়।  

নিউজ চ্যানেল ‘সাবিরিন’ শুক্রবার রাতে জানিয়েছে, ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে রাতে হামলার ঘটনা ঘটে।

ইরাকের গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার একদিনে সে দেশের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে পাঁচটি হামলা হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বহরে হামলার ঘটনা আগের চেয়ে বেড়েছে।

ইরাকের রাজনৈতিক দলগুলো চায় না মার্কিন সেনা আর তাদের দেশে থাকুক। অনেকদিন ধরেই তারা এই সেনাদের বহিষ্কার দাবি করে আসছে। এ নিয়ে সংসদের একটি বিলও পাস করা হয়েছে। সূত্র: পার্স টু ডে

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।