ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা টিকার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ফরাসী রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
করোনা টিকার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ফরাসী রাষ্ট্রদূতের

প্রতিবেশী দেশগুলোতে করোনা টিকা পাঠানো এবং করোনাকালে ফ্রান্সে ওষুধ পাঠানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত ইমমানুয়েল লেনিয়েল।

সম্প্রতি এক বার্তায় তিনি বলেন, কোভিড-১৯ এর সময় ভারত ফরাসি হাসপাতালের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে।

এজন্য আমরা কৃতজ্ঞ।

গত কয়েক দিনে ভারত ভ্যাকসিন মৈত্রীর উদ্যোগে ভূটান, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ভারতে তৈরি করোনার ভ্যাকসিন সরবরাহ করেছে।

ওই বার্তায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আরও বক্তব্য রেখে ফরাসী রাষ্ট্রদূত ইমমানুয়েল লেনিয়েল বলেন, ভারত ও ফ্রান্স উভয়ই ভালো এবং খারাপ সময়ে পাশাপাশি ছিল। আমরা মনে করি এই দুই দেশের এই সম্পর্ক আরও ভালো হবে।

তথ্যসূত্র: দ্য জেনেভা ডেইলি

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।