ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম ফোনালাপেই পুতিনকে সতর্ক করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
প্রথম ফোনালাপেই পুতিনকে সতর্ক করলেন বাইডেন .

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় পুতিনকে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেন বাইডেন।

বুধবার (২৭ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

ওই ফোনালাপে রাশিয়ায় চলমান পুতিনবিরোধী বিদ্রোহ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার শেষ পরমাণু অস্ত্র চুক্তির বিষয়ে কথা হয়।

রাশিয়া এক বিবৃতিতে জানায়, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র শক্তির ক্ষতি হলে, সে ব্যাপারে কঠোর অবস্থান নেবে দেশটি।

তবে, দু’পক্ষ থেকেই বলা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা যোগাযোগ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।