ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪০ পাকিস্তানিকে বিতাড়িত করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
৪০ পাকিস্তানিকে বিতাড়িত করেছে তুরস্ক

অবৈধভাবে বসবাসকারী ৪০ জন পাকিস্তানি নাগরিককে বিতাড়িত করেছে তুরস্ক।  

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিষয়টি নিশ্চিত করেছে।

 

একটি প্রতিবেদন অনুসারে, ওই পাকিস্তানি নাগরিকরা দেশের বিভিন্ন শহরে বসবাস করছিলেন। তাদের আপাতত ইসলামাবাদে স্থানান্তর করা হয়েছে।

কর্মকর্তারা আরো বলেন, দুটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে এর আগে ইসলামাবাদ বিমানবন্দরে নির্বাসিতদের খাদ্য, কাপড় এবং জুতা সরবরাহ করা হয়েছিল।  

এর আগে ২০১৯ সালের ১ এপ্রিল ৪৭ জন অবৈধ পাকিস্তানিকে দেশে পাঠিয়েছিল তুরস্ক।  

এর আগে, একই বছরে অবৈধভাবে তুরস্কে প্রবেশের চেষ্টা চালায় সাত পাকিস্তানি। তাদেরকেও দেশে ফেরত পাঠানো হয়।  

বিশ্বব্যাপী অভিবাসন সমস্যা প্রকট হয়ে উঠেছে। গত ছয় বছরে পাঁচ লাখের বেশি অবৈধ পাকিস্তানি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সূত্র: ডেইলি টাইমস

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।