ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে বাস-তেলবাহী ভ্যানের সংঘর্ষে ৫৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
ক্যামেরুনে বাস-তেলবাহী ভ্যানের সংঘর্ষে ৫৩ জন নিহত

ঢাকা: ক্যামেরুনের বাসের সঙ্গে একটি জ্বালানি তেলবাহী ভ্যানের সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছে। সংঘর্ষের কারণে দুটি যানেই আগুন ধরে যায় বলে জানা গেছে।

 

বুধবার (২৭ জানুয়ারি) দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ওয়েস্ট রিজিয়নের গভর্নর ফঙ্কা অগাস্টিন এ তথ্য জানিয়েছেন।

গভর্নর জানায়, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। আহত ২৯ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ৭০ আসনের বাসটির সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভ্যান চালক পালিয়ে গেছেন।  

সরকার জানিয়েছে, সম্ভবত কুয়াশার কারণে এ  দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভ্যানটির ব্রেকিং ব্যবস্থায়ও সমস্যা ছিল।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।