ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওমর সাঈদের খালাসের রায় রিভিউ চাইবে সিন্ধু সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ওমর সাঈদের খালাসের রায় রিভিউ চাইবে সিন্ধু সরকার

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আহমেদ ওমর সাঈদ শেখকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। তবে এ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবে সিন্ধুর প্রাদেশিক সরকার।

রায় ঘোষণার পর বৃহস্পতিবার এক বিবৃতিতে সিন্ধুর তথ্যমন্ত্রী নাসির হুসেন শাহ বলেন, রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে প্রাদেশিক সরকার।  

তিনি আরও বলেন, ওমর শেখ ড্যানিয়েল পার্ল হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এদিকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খানের একজন মুখপাত্র বলেছেন, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সিন্ধু সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

তিনি স্বীকার করেন, একটি রিভিউ পিটিশন দাখিল করা হবে।  

মুখপাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে প্রাদেশিক সরকারকে সম্ভাব্য আইনি সহায়তা প্রদান করবে।

২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়া ব্যুরোর ৩৮ বছর বয়সী সাংবাদিক পার্লকে অপহরণ করে শিরচ্ছেদ করা হয়।

গত বছরের ডিসেম্বরে এসএইচসি শেখ, ফাহাদ নাসিম, শেখ আদিল এবং সালমান সাকিবকে মুক্তি দেওয়ার নির্দেশ দেযওয়া হয়।  

এরপর প্রাদেশিক সরকার শেখের দোষী সাব্যস্ত হওয়া এসএইচসির আদেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে।

২০২০ সালের এপ্রিল মাসে এসএইচসি শেখের মৃত্যুদণ্ড বাতিল করে দেয় এবং তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করে এবং ফাহাদ নাসিম, শেখ আদিল এবং সালমান সাকিবকে বেকসুর খালাস করে দেয়।  

অভিযুক্তরা গত ১৮ বছর ধরে কারাগারে রয়েছে।  

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসাকি বৃহস্পতিবার বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যাকারী শেখকে বেকসুর খালাস করার পাকিস্তান সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।