ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্মশালায় নির্বাসিত তিব্বতীয়দের নববর্ষ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ধর্মশালায় নির্বাসিত তিব্বতীয়দের নববর্ষ উৎসব ...

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীয়রা নিজেদের নববর্ষ উদযাপন করেছেন।  

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তিব্বতি নববর্ষ ‘লোসার’ উৎসব পালন করার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান তারা।

 

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে কেন্দ্রীয় তিব্বত প্রশাসন নববর্ষ উৎসবের প্রতীকী অনুষ্ঠান করেছেন। ভারতের ধর্মশালায়ে নির্বাসিত তিব্বত সরকারের প্রধান কার্যালয়ে প্রার্থনার মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান।  

কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের সভাপতি লবসং সাংয়ে, মন্ত্রিপরিষদ মন্ত্রীরা, প্রবাসী তিব্বত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার প্রতীকী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সূত্র: জি ফাইভ নিউজ

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।