ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অবশেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ফেসবুকের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
অবশেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ফেসবুকের সমঝোতা

অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে অবশেষে সমঝোতায় পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এর ফলে দেশটির নাগরিকরা আবার ফেসবুকে নিউজ কন্টেন্ট পড়তে এবং শেয়ার করতে পারবেন।

 

নতুন একটি আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া, যা পাস হলে গুগল, ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মগুলো গণমাধ্যমকে লাভের অংশ দিতে বাধ্য থাকবে।  

বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এটা স্বাধীন ইন্টরনেট ধারণা বিপরীত একটি বিষয়।  

অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে এ নিয়ে সমঝোতা না হওয়ায় হঠাৎ অস্ট্রেলিয়াবাসীর জন্য সব ধরনের নিউজ কন্টেন্ট দেখা ও শেয়ার করা বন্ধ করে দেয় ফেসবুক। এ নিয়ে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে।

গার্ডিয়ান জানিয়েছে, প্রস্তাবিত আইনে কিছু সংশোধনী আনার পর ফেসবুক অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের পেজগুলো আবারও খুলে দেবে বলে জানিয়েছে।  

মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পাঠ করা ও শেয়ার দেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।