ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এ বছর ১০০ মিলিয়ন ব্যবহারকারী চায় ভারতের ব্লগ ‘কু’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এ বছর ১০০ মিলিয়ন ব্যবহারকারী চায় ভারতের ব্লগ ‘কু’

এ বছর ১০০ মিলিয়ন ব্যবহারকারী সংগ্রহ করতে চায় ভারতের মাইক্রো ব্লগিং সাইট ‘কু’।

এরইমধ্যে সাইটটি ৪০ লাখের বেশি মানুষ ব্যবহার শুরু করেছে।

 

কুর সহ-প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াতাকা সোমবার বলেন, কোম্পানিটি এখন অনেক বেশি ট্রাফিক সামলাতে প্রস্তুত। তারা সেই ধরনের প্রযুক্তিতেই বিনিয়োগ করেছেন।  

তিনি বলেন, আমরা চাই কু একটি বিশ্বমানের অ্যাপ হোক এবং ভারতের মাইক্রো ব্লগ নামে পরিচিত হোক। আমাদের দল ক্রমবর্ধমান অনলাইন ট্রাফিক সামলাতে প্রস্তুত। আমরা এইমাত্র সিরিজ এ ফান্ডিং বন্ধ করে দিয়েছি এবং আমাদের আর্থিক অবস্থা স্থিতিশীল।  

কু তার সিরিজ এ ফান্ডিংয়ের অংশ হিসেবে ৪.১ মিলিয়ন ডলার উত্তোলন করেছে।  

টুইটারের সঙ্গে ভারত সরকারের ঠাণ্ডা যুদ্ধের প্রথম সারিতে থাকা তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী কু ব্যবহার করছেন।  

কুর সহ প্রতিষ্ঠাতা বলেন, সাইটে আমরা ভারতের আরও ভাষা যুক্ত করব। যেহেতু মানুষ এখন মুখের কথা প্রচার করতে চায়।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।