ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ছড়িয়ে পড়ছে ‘এএসএফ ভাইরাস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
চীনে ছড়িয়ে পড়ছে ‘এএসএফ ভাইরাস’ অবৈধভাবে শুকর পরিবহন করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছে মন্ত্রণালয়

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

চীনের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

গত ৯ মার্চ চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১০টি শুকরবাহী একটি ট্রাকে এএসএফ ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। ওই শুকরগুলোর মধ্যে দু’টি মৃত ছিল। অবৈধভাবে শুকর পরিবহন করায় ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।