ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্যাকসিন নিতে অনীহা পাকিস্তানিদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
ভ্যাকসিন নিতে অনীহা পাকিস্তানিদের

বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শ সংস্থা আইপিএসওএস-এর এক জরিপে জানা গেছে, ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছে, এমন দেশের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান।

ওই জরিপের ফলাফল অনুযায়ী, ২১ শতাংশ পাকিস্তানি ভ্যাকসিন নেওয়ার বিরোধিতা করছেন।

এছাড়া, ১১ শতাংশ আমেরিকান এবং ১০ শতাংশ ইতালিয়ানও ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে অবস্থান করছেন।

জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে ৬১ শতাংশ ভ্যাকসিন নেওয়ার পক্ষে মত দিয়েছেন, ১৫ শতাংশ প্রথমদিক আসা ডোজ নিতে আগ্রহ প্রকাশ করেছেন, ৩৯ শতাংশ ভ্যাকসিন নিতে দ্বিধার কথা জানিয়েছেন এবং ২৩ শতাংশ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা করছেন।

কোভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে অবস্থান করছেন পাকিস্তানের জনসাধারণ। ২০২১ সালের মধ্যে ভ্যাকসিন সহজলভ্য হবে— এ বিষয়টি জরিপে অংশ নেওয়াদের ৫০ শতাংশ লোক ইতিবাচকভাবে দেখছেন। বিনামূল্যে ভ্যাকসিন পাবেন বলে আশাবাদী ৮৯ শতাংশ লোক। অন্যদিকে, মাত্র তিন শতাংশ লোক ভ্যাকসিনের নাম সম্পর্কে অবগত ছিলেন।

জরিপে অংশ নিয়েছিলেন ১ হাজার ৫৪ জন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। তাদের মধ্যে ১৪ শতাংশ গ্রামীণ এলাকার এবং ৮৬ শতাংশ শহুরে এলাকায় বসবাস করেন।

যারা ভ্যাকসিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে ২৩ শতাংশ ইনজেকশনের ভয় পাচ্ছেন, ২১ শতাংশ কোনো ধরনের ভ্যাকসিনই নেবেন না বলে জানান, ১৯ শতাংশ মনে করেন, কার্যকারিতার যথাযথ পরীক্ষা ছাড়া তাড়াহুড়া করে ভ্যাকসিন উৎপাদন করায় এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সঠিক ধারণার অভাবে ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানান ১৯ শতাংশ লোক।

সূত্র: দ্য নিউজ

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।