ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে দুঃসাহস দেখালে অনুতপ্ত হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ইরানের বিরুদ্ধে দুঃসাহস দেখালে অনুতপ্ত হতে হবে

ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনোরকম দুঃসাহস দেখালে তাদেরকে অনুতপ্ত হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে।

তিনি আরও বলেছেন, শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে, তা যে কোনো দেশ বা গোষ্ঠীই হোক না কেন।

 

তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাচেদের সঙ্গে সোমবার এক বৈঠকে তিনি এ কথা বলেন।  

তিনি জানান, শত্রুদের নানামুখী অপতৎপরতার মুখে ইরান সামরিক খাতে আরও শক্তি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ অনুসরণ অব্যাহত রাখবে।  

হাজিজাদে বলেন, আমেরিকার কাছ থেকে হতাশ হয়ে কিছু দেশ ইহুদিবাদী ইসরায়েলের সমর্থন চাচ্ছে। তারা মনে করছে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এটা ভুল। ইসরায়েলেরই নিরাপত্তা সংকট।  

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান চার দশকের নিরাপত্তাহীনতা ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া যুদ্ধের অবসান চাইলে স্থানীয়, অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে হবে।

মধ্যপ্রাচ্যে যে চরমপন্থী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছে, তা আমেরিকার সৃষ্টি বলে দাবি করেন তিনি। সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।