ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রয়োজনে ভারী অস্ত্র ব্যবহার করব: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
প্রয়োজনে ভারী অস্ত্র ব্যবহার করব: এরদোগান

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, আমাদের অঞ্চলের স্পর্শকাতর বিভিন্ন স্থানে অভিযান চলছে।

সে অভিযান শেষ না করে আমরা ফিরে আসব না। সিরিয়ায় আমরা আমাদের প্রক্রিয়া শেষ করব। ইদলিবে যা করা প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজন হলে আমরা সিরিয়ার সেনাদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করব।

পার্স টুডে জানায়, সিরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে যে, এরই মধ্যে ইদলিব প্রদেশের তুরস্ক নতুন করে সামরিক বহর পাঠিয়েছে। এরপরই এরদোগান এই হুমকি দিলেন।  

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।