ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ফের পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মির

ভারতে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মির। শ্রীনগরে এমনটাই বলেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রোববার (২৪ অক্টোবর) কাশ্মিরে নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যোগ দিতে শনিবার (২৩ অক্টোবর) শ্রীনগরে পৌঁছান তিনি। জম্মু-কাশ্মিরে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই প্রথম সেখানে গেলেন অমিত শাহ।

শ্রীনগরে অমিত শাহ বলেন, ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) আমরা থামাব কেন? ডিলিমিটেশন হবে, তারপর নির্বাচন শেষে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরবে জম্মু-কাশ্মিরে।

ভারতের সরকারি সূত্রে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জম্মু-কাশ্মিরকে ঘিরে উন্নয়ন খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সেখোনে গেছেন।

কাশ্মিরে নিহত পুলিশ পরিদর্শক পারভেজ আহমেদের বাড়িতে অমিত শাহঅমিত শাহ এমন সময় জম্মু-কাশ্মীর সফরে গেলেন যখন সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি রাজ্যটিতে কাশ্মিরিদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ৯ সদস্য প্রাণ হারান।

এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জম্মু-কাশ্মিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, ভারতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। এ ঘটনার দুই বছর পর রাজ্যটিতে তিন দিনের সফরে রয়েছেন অমিত শাহ। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।