ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
আর কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

ফেসবুকের অন্যতম ফিচার চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বা ‘ফেস রিকগনিশন সিস্টেম’। এর মাধ্যমে ট্যাগ করা ফটোগ্রাফে চেহারা শনাক্ত করতে পারতো ফেসবুক।

ব্যবহারকারীদের ছবিতে অন্য ব্যবহারকারীদের ট্যাগ করা সহজ হতো। কেউ কেউ এই ধরনের সিস্টেমের বিষয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে ফেসবুকের গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর মানুষ এটি নিয়ে দ্বিধায় ভুগছে।

যারা ফেসিয়াল রিকগনিশন সিস্টেম নিয়ে অস্বস্তিতে ভুগছেন, তারা জেনে খুশি হবেন যে মেটা, ফেসবুকের মূল কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা এই সিস্টেমটি পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। সংশ্লিষ্ট সমস্ত ফেসিয়াল রিকগনিশন ডেটাও মুছে ফেলা হয়েছে।

মেটার মতে, সমাজে মুখের স্বীকৃতি প্রযুক্তির স্থান সম্পর্কে অনেক উদ্বেগ রয়েছে। নিয়ন্ত্রকরা এখনও এটির ব্যবহার নিয়ন্ত্রণকারী নিয়মগুলির একটি সুস্পষ্ট ধারণা দাঁড় করাতে পারেনি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। তাই এই চলমান অনিশ্চয়তার মধ্যে, আমরা বিশ্বাস করি যে মুখের স্বীকৃতির ব্যবহারকে একটি সংকীর্ণ ব্যবহারের ক্ষেত্রে বাদ দেওয়া উপযুক্ত।

তারা আরও জানায়, প্রতিটি নতুন প্রযুক্তি সুবিধা এবং উদ্বেগ উভয়েরই সম্ভাবনা নিয়ে আসে। আমরা সঠিক ভারসাম্য খুঁজে পেতে চাই। মুখের স্বীকৃতির ক্ষেত্রে, সমাজে এর দীর্ঘমেয়াদী ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। যারা এটি দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে তাদের মধ্যে এ আলোচনা আরও বেশি দরকার।

সংস্থাটি এখনও মুখের স্বীকৃতির সম্ভাবনা এবং সুবিধাগুলিতে বিশ্বাস করে। তবে মনে হচ্ছে ‘সঠিক ভারসাম্য’ না পাওয়া পর্যন্ত, সংস্থাটি আর এটি ফেসবুকে ব্যবহার করবে না।

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।