ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
ডব্লিউএইচওর অনুমোদন পেল ভারতের কোভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছে ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাকসিন। এই কোভ্যাকসিন টিকা তৈরি করেছে হায়দরাবাদভিত্তিক ওষুধ কোম্পানি ভারত বায়োটেক।

বুধবার (৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার ডব্লিউএইচও ভ্যাকসিনটিকে তালিকাভুক্ত করে। ডব্লিউএইচও অনুমোদন পাওয়ায় ভারতের এই টিকা এখন অন্যান্য দেশেও অনুমোদন পাবে। এছাড়া যারা ভারতীয় এ টিকা নিয়েছেন বা নেবেন তারা বিদেশ সফরে গেলে এখন থেকে কোয়ারেন্টিনের আওতায় পড়বেন না।

ডব্লিউএইচওর টুইটে বলা হয়, এ টিকার ঝুঁকি যত, তার চেয়ে সুবিধা অনেক বেশি।  

এদিকে ভারত বায়োটেকের চেয়ারম্যান ডা. কৃষ্ণা ইলা বলেছেন, এ টিকা ২শ শতাংশ নিরাপদ।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।