ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে চলন্ত ট্রেনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জার্মানিতে চলন্ত ট্রেনে হামলা

জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।  

জয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৬ নভেম্বর) জার্মানির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এই হামলার ঘটনা ঘটে।

হামলার সময়ে ট্রেনটি রেগেন্সবুর্গ থেকে ন্যুরেমবুর্গে যাচ্ছিল।  

জার্মানির সংবাদ মাধ্যম বিল্ডের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

এরই মধ্যে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, এখন আর কোন ঝুঁকি নেই। এই মুহূর্তে ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়ে আর কোনো বাড়তি তথ্য নেই।

পুলিশের এক মুখপাত্র বিআর টোয়েন্টিফোর নামের একটি সম্প্রচারমাধ্যমকে বলেন, হামলার বিস্তারিত এখনও পরিস্কার নয়। সকাল ৯টা ২০ মিনিটে পুলিশ এ ঘটনায় ফোন কল পেয়েছিল।

বিল্ড জানায়, তদন্তকারীরা ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী যোগসাজশ খুঁজে পায়নি। ট্রেনটিকে ন্যুরেমবার্গের দক্ষিণে জয়বার্সডর্ফে থামানো হয় বলে জানিয়েছে পুলিশ। হামলার পর ওই দুই শহরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।