ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্টিভ জবসের সেই কম্পিউটার সাড়ে ৩ কোটিতে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
স্টিভ জবসের সেই কম্পিউটার সাড়ে ৩ কোটিতে বিক্রি

৪৫ বছর আগে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের বানানো কম্পিউটার দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। সেটিই এখন উঠলো নিলামে।

সেই কম্পিউটার ৪ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ৪৩ লাখ টাকা।  

বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর আগে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে বানানো এই কম্পিউটার অ্যাপল-১ একদিক থেকে এখনকার ম্যাকবুকের ‘দাদার দাদা’। এ ধরনের প্রায় ২শ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন তারা। তার মধ্য থেকে একটি উঠেছে নিলামে। স্টিভের বানানো বাকি কম্পিটারগুলো থেকে এটি একটু বিশেষ।

কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো ওই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান। শুধুমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় ওই কাঠ।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।