ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-জাজিরার সুদান ব্যুরো চিফ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আল-জাজিরার সুদান ব্যুরো চিফ গ্রেফতার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খার্তুম ব্যুরো চিফ এল মুসালমি এল কাব্বাশিকে গ্রেফতার করেছ সুদানের নিরাপত্তা বাহিনী।

রোববার (১৪ নভেম্বর) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই তাকে গ্রেফতার করা হলো।  

রোববার এক বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর এমন নিন্দনীয় পদক্ষেপ কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে আল-জাজিরা। অবিলম্বে এল কাব্বাশিকে মুক্তি দিয়ে সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।  

একই সঙ্গে সেখানে কর্মরত আল-জাজিরার সব কর্মীর নিরাপত্তার নিশ্চিত করতে সুদানের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।  

২৫ অক্টোবর সুদানের সরকার ভেঙে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পরে জরুরি অবস্থা জারি করা হয়। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে গণতন্ত্রপন্থী বিক্ষোভ কমিটি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।