ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন হামলা ...

ঢাকা: সৌদি আরবের কয়েকটি  শহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

শনিবার (২০ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় জেদ্দায় অবস্থিত সৌদির তেল কোম্পানি এরামকোর স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এরামকো। তবে এ ব্যাপারে শিগগিরই প্রতিক্রিয়া জানানো বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, জেদ্দার এরামকোর তেল শোধনাগারসহ রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান ও নাজনারের সামরিক স্থাপনায় হামলা করা হয়েছে।

ইয়েমেনে সৌদি নেত্বতাধীন জোটের ‘আগ্রাসনের’ জবাবে এই হামলা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এর আগে  ইয়েমেনের অন্তত ১৩টি টার্গেটে হামলা চালিয়েছিল সৌদি নেত্বতাধীন জোট। এ  ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন জোট জানায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে তারা।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।