ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পানির পাইপ থেকে বের হলো লাখ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
পানির পাইপ থেকে বের হলো লাখ লাখ টাকা!

ইঞ্জিনিয়ারের বাড়িতে পাইপে লুকিয়ে রাখা ছিল টাকা। সেই সন্ধান পেয়ে সেখান থেকে টাকাগুলো বের করা হয়।

এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৪ নভেম্বর) ভারতের কর্নাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অপরাধ দমন শাখা। সংস্থার প্রায় ৪০০ অফিসার ওই রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালায়। অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।  

অপরাধ দমন শাখার এক অফিসার বলেন, অভিযানে সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লাখ টাকা।

ওই ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, পানির পাইপ থেকে লাখ টাকা বের করছেন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।