ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণ, প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটুনি! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণ, প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটুনি! 

সড়ক তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন গ্রামবাসী। এর জেরে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করার চেষ্টাও করেন তাঁরা।

 

ওই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোবারক হোসেনের। রেগে এক বৃদ্ধকে মারধর করেছেন তিনি। বৃদ্ধকে মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মালদাহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে ঘটেছে এমন ঘটনা।  

অভিযোগ উঠেছে, পঞ্চায়েত প্রধানের ভাই ও ভাতিজার সংস্থাকে সড়ক তৈরির কাজ দেওয়া হয়েছিল। পরে সড়ক নির্মাণের নামে দখলদারির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরই মধ্যে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিতে চেয়েছিল গ্রামবামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর ওপর চটে যান তৃণমূল নেতা মোবারক হোসেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন সড়কের ওপর ফেলে এক বৃদ্ধকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের মুখে অশালীন ভাষা।  

আরেকটি ভিডিওতে দেখা যায়, হাতে কাঠের বাটাম নিয়ে বাসিন্দাদের দিকে তেড়ে যাচ্ছেন পঞ্চায়েত প্রধান। এক বৃদ্ধকে কাঠের বাটাম দিয়ে মারতে দেখে বাসিন্দাদের বলতে শোনা যাচ্ছে, বয়স্ক মানুষকে কেন মারছেন।  

মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোবারক হোসেন বলেন, তাঁর ভাতিজাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ায় কাঠের বাটাম হাতে বাসিন্দাদের তাড়া করে সরিয়ে দিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।