রয়্যাল ব্রুনাই এয়ারলাইনসের নারীচালিত একটি বিমান অবতরণ করলো সৌদি আরবের মাটিতে। ওই বিমানটির পাইলট থেকে শুরু করে ক্রুসহ কর্মরত সবাই ছিলেন হিজাবি নারী।
ব্রুনাইয়ের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাপ্টেন শেরিফা জেরিনা সুরাইনি, সিনিয়র ফার্স্ট অফিসার নাদিয়া পিজি খাশিয়েম ও সারিয়ানা নুরদিন ফ্লাইট BI081 নিয়ে ২৩ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রা শুরু করেন। সিডিউল মতে, তারা এদিন জেদ্দা অবতরণ করলেন।
২০১২ সালে শেরিফা জেরিনা সুরাইনি দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম মহিলা ক্যাপ্টেন। তার কথায়, ‘পাইলট হিসেবে মানুষ পুরুষকে দেখতেই অভ্যস্ত ছিল। এই পেশা যেন একচেটিয়া পুরুষের দখলে। তাই একজন মহিলা হিসেবে এটা সত্যিই খুব বড় পাওয়া। ’
সৌদি আরবে ধীরে ধীরে সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। এ ঘটনায় নারীরা আরও উৎসাহবোধ করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
অবশ্য বর্তমান সৌদি বাদশা আবদুল্লাহ নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। বাদশাহ কর্তৃক নির্বাচিত ১৫০ সদস্যের শুরা কাউন্সিলে প্রথমবারের মতো ৩০ জন নারী নিয়োগ করেছেন। সৌদি নারীরা সীমিত পরিসরে হলেও ভোটাধিকার পেয়েছেন।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমএ/