ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ভারতের মুসলিম তরুণীর অসাধারণ রেকর্ড

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ভারতের মুসলিম তরুণীর অসাধারণ রেকর্ড আয়েশা আজিজ

ছোটবেলায় যখন আকাশ দিয়ে উড়োজাহাজ উড়ে যেত, তখন অদ্ভুত একটা অনুভূতি কাজ করত তার মধ্যে৷ তার ইচ্ছা হতো, চোখের পলকে আকাশটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসার। সেই জমে থাকা ইচ্ছেটা বাস্তবে রূপ পেলো এবার।

গল্পটা আসলেই বেশ রোমাঞ্চকার। গল্পটা ভারতের মুম্বাই নিবাসী আয়েশা আজিজের।

২০ বছর বয়সেই তার ঝুঁলিতে জমা পড়েছে ভারতের সবচেয়ে কমবয়সী পাইলটের খেতাব। বোম্বে ফ্লাইং ক্লাবের পক্ষ থেকে তার হাতেও তুলে দেওয়া হয়েছে স্টুডেন্ট পাইলট লাইসেন্স বা ফ্লাইট রেডিও টেলিফোন অপারেটরস লাইসেন্স (এফআরটিওএল)৷ জানা গেছে, সেনার 172R প্লেনটি ১০ ঘণ্টা একাই চালিয়েছেন মুসলিম তরুণী আয়েশা।

মুম্বাইয়ে বসবাস করলেও আয়েশার জন্মস্থান কাশ্মীর। টিনএজ আয়েশা এ বছর মুম্বাইয়ের ক্রাইস্ট চার্চ স্কুল থেকে নিজের পড়াশোনা শেষ করলেও ২০১১ সালেই স্টুডেন্ট পাইলট লাইসেন্স পাওয়ার প্রথম পরীক্ষা দেন তিনি৷

তারপর দ্বিতীয় পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন বোম্বে ফ্লাইং ক্লাব থেকে৷ এর আগে নাসা স্পেস অ্যাকাডেমিতে দু’মাসের ট্রেনিং প্রোগ্রামে সুযোগ পেয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মার্কিন মুলুকের আলাবামায়৷ নাসায় তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে আয়েশা বলেছেন, ভাষায় প্রকাশ করা যাবে না সেই অভিজ্ঞতা৷ সেখানে তার সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামসেরও দেখা হয়েছিল। স্বপ্লগুলো সত্যি হওয়া শুরু হয়েছে সবে৷ তাকে পূর্ণাঙ্গরূপ দিতে আগামী দিনে যে সে বিমানচালিকাই হবে, সে কথা অকপটেই জানিয়েছেন আয়েশা৷

জানা গেছে, আয়েশার বাবা লোখাণ্ডওয়ালার শিল্পপতি আবদুল আজিজ। মা খালিদা আজিজ কাশ্মীরের বারামুলার বাসিন্দা৷ আয়েশার ইচ্ছা, সর্বপ্রথম উড়োজাহাজ চালিয়ে মক্কা যাওয়ার!

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, মে ১৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।