ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

সহকারী জজ নিয়োগে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
সহকারী জজ নিয়োগে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: সহকারী জজ নিয়োগে ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৬শ বিজেএস) পরীক্ষা, ২০২৩ এ প্রিলিমিনারি পরীক্ষায় এক হাজার ৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এখন উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে লিখিত পরীক্ষা কবে হবে তা জানানো হয়নি।  

গত ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফলাফল পরদিন প্রকাশ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের।  

ফলাফলের বিজ্ঞপ্তির ভাষ্য মতে, ১৬শ বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষায় এক হাজার ৮২ জন রোল নম্বরধারী প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনোরূপ ত্রুটি পাওয়া গেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।  

এর আগে গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত এসব পরীক্ষার্থী আবেদন করে। প্রিলির পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।  

এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।  

উত্তীর্ণদের তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।