সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় চারজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের হাসানুর হাসু (৪৫), একই গ্রামের কাওছার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আশরাফ (৫০), মোতালেব (৪০), রেজাউল (৩২), দুলাল (৩৫), মনিরুল (৩০), সাদ্দাম (২৮), বেল্লাল (৫০) ও আওয়াল (৩০)।
মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে ২০১৭ সালের ২১ জানুয়ারি আবুল কালাম গ্রুপের লোকজন সাইফুল গ্রুপের ওপর হামলা চালান। তাদের হামলায় আবু সাইদ, সাইফুল ইসলাম, সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। ওই সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুল ইসলাম ও মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় অপরাধের মাত্রা বিবেচনায় এ রায় দেন বিচারক। আর অপরাধ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এসআই