ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

গণঅধিকারের ফারুকের ওপর হামলা: গ্রেপ্তার দুই আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
গণঅধিকারের ফারুকের ওপর হামলা: গ্রেপ্তার দুই আসামির জামিন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার সময়কার ছবি

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামি জামিন পেয়েছেন। জামিন পাওয়া দুজন হলেন—এস কে আবির আহমেদ শরীফ ও হিল্লোল।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এ দিন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক প্রশান্ত কুমার সাহা। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।

এর আগে সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গত ৪ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাধা দেন। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।

মামলার এজাহারে বলা হয়, আসামি এস কে আবির আহমেদ শরীফ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা টিপ ছুরি দিয়ে ফারুকের কপালে মারলে গুরুতর রক্তাক্ত জখম হয়। আসামি হিল্লোলসহ অন্যরা তাকে এলোপাথারি কিল, ঘুষি মেরে ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তার পরনে থাকা কাপড়-চোপড় ধরে টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলেন। এ সময় তার কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যান। এ ঘটনায় ৫ জানুয়ারি ফারুক হাসান নিজে বাদী হয়ে মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।