ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ঢাকার সাবেক ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ঢাকার সাবেক ডিসি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এতদিন পুলিশের বিভিন্ন কর্মকর্তার নামে মামলা হয়েছে। এবার ঢাকার সাবেক জেলা প্রশাসককে আসামি করে হত্যা মামলা দায়ের করা হলো।

রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামের এক কিশোরকে হত্যার অভিযোগে বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে এ মামলা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকার সাবেক জেলা সাবেক (ডিসি) আনিসুর রহমানসহ ১১২ জনকে মামলায় আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকার।

নিহত অন্তরের খালা খুকুমণি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে কোনো মামলা বা জিডি আছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।  

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে অন্তর নিহত হন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।