ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

শেষ নাটকের ঘোষণা অঞ্জন দত্তের!

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
শেষ নাটকের ঘোষণা অঞ্জন দত্তের!

গানেই নয়, সিনেমার পর্দা থেকে নাটকের মঞ্চেও দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্তকে। এখনও নাট্যপ্রেমী মানুষ তিনি।

তার অভিনীত মঞ্চ নাটক ‘গ্যালিলিও’ এখনও দর্শক হৃদয়ে দাগ কেটে আছে।

সেই অঞ্জন দত্তই কিনা হঠাৎ বার্তা দিলেন, শেষ নাটকের! ফেসবুকে নতুন নাটকের পোস্টার শেয়ার করে তিনি জানান, এটাই তার শেষ নাটক।

সম্প্রতি সামাজিকমাধ্যমে অঞ্জন দত্ত লপখেন, ‘আমার শেষ নাটক’। সঙ্গে শেয়ার করেছেন ‘আরো একটা লেয়ার’ নাটকের পোস্টার। এরপরই নেটিজেনরা জানতে চাইছেন, হঠাৎ গায়ক-অভিনেতার কী হলো?

এর আগে, গেল জুনে অঞ্জন দত্ত ‘কিং লেয়ার’ নাটকের ঘোষণা করেছিলেন। সেই সময় ফেসবুকে তিনি লিখেছিলেন, আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণাল দা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা আর নয়, থিয়েটার। শেক্সপিয়রের কিং লেয়ার… এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেক্সপিয়র আমার জীবনে প্রথমবার, কিং লেয়ার।

নাটকের মঞ্চে নিজের নতুন কাজকেই শেষ নাটক হিসেবে বার্তা দিলেন অঞ্জন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

গণমাধ্যমে অঞ্জন বলেন, নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।

এদিকে, কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’ সিনেমাটি। এর মধ্য দিয়েই কিংবদন্তি মৃণাল সেনকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছিলেন পরিচালক অঞ্জন দত্ত।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।