ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
সিলেটে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

সিলেট: সিলেটি সিএনজিচালিত অটোরিকশা চালক হযরত আলী হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন -সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোদাগাওয়ের রওশন আলীর ছেলে শহীদুল ইসলাম (৩১), দক্ষিণ সুনামগঞ্জের তাইকাপন এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ (২৯),  একই উপজেলার বুুরুমপুর গ্রামের ফজিল বারীর ছেলে শিপু মিয়া (২৯), একই এলাকার হাজী মাসুদ মিয়ার ছেলে জাকারিয়া মুন্না (৩০)  ও হরমুজ আলীর ছেলে মো. রুহুল আমিন (৩০)।  দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

আদালতের পিপি আব্দুস ছাত্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, সুনামগঞ্জের মঙ্গলকাটা বাজারের জাহাঙ্গীর নগর এলাকার সাইদ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক হযরত আলী। তিনি সিলেট নগরের দক্ষিণ সুরমা আলমপুর এলাকায় খালেদ মিয়ার কলোনিতে ভাড়া থেকে নুরুল ইসলামের অটোরিকশা চালাতেন। ঘটনার দিন ২০১৪ সালের ১৭ আগস্ট সকাল ১০টার দিকে অটেরিকশা নিয়ে বের হলে আসামিরা সিলেটের বিয়ানীবাজার যাওয়ার কথা বলে ভাড়া নেয় অটোরিকশা। পথিমধ্যে ছুরিকাঘাত করে চালককে ফেলে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়  আসামিরা। পরে আহতাবস্থায় উদ্ধার করা হলে হযরত আলী মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই  শুকুর আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৪ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা (এসআই) বাছিত মিয়া।

মামলাটির অভিযোগ গঠনের পর আসামিদের বিরুদ্ধে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ২৪ জন সাক্ষীর ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।  

মামলায় বাদী পক্ষে কৌঁসুলি ছিলেন অ্যাডভোকট জায়েদা বেগম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকট হাসান আহমদ।

 


বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।