ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাষ্ট্রদ্রোহের ২ মামলায় খালাস পেলেন তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
রাষ্ট্রদ্রোহের ২ মামলায় খালাস পেলেন তারেক রহমান তারেক রহমান

সিলেট: সিলেটে ছাত্রলীগ নেতাদের করা রাষ্ট্রদ্রোহের দুই মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে তারেক রহমানকে খালাস প্রদান করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অ্যাডভোকেট আশিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে দুই ছাত্রলীগ নেতা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দুটি দায়ের করেন। একদশক পর রোববার আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।  

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা মামলা দুটি দায়ের করেন।

ওই সময় বিচারক আনোয়ারুল হক মামলা দুটি আমলে নিয়ে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এসএমপির শাহপরাণ থানা পুলিশকে নির্দেশ দেন।

পৃথক অভিযোগে উল্লেখ করা হয়, ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।