ঢাকা: রাজধানীর গুলশান ক্লাবের ইজিএমের (এক্সটা অর্ডিনারি জেনারেল মিটিং) ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২১ ডিসেম্বর গুলশান ক্লাবের ইজিএম হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমাইয়া আজিজ।
২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের বিশেষ অডিট পাস করতে ২১ ডিসেম্বর ইজিএম ডাকা হয়। গত ৩০ নভেম্বর এটি ডাকা হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি রফিকুল ইসলাম হেলালসহ তিনজন হাইকোর্টে আবেদন করেন। ১৮ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চ এক মাসের জন্য ইজিএম স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ক্লাবটির সভাপতি।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ইএস/আরএইচ