ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের ভাড়ার নীতিমালা প্রণয়নে রুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৮
অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের ভাড়ার নীতিমালা প্রণয়নে রুল

ঢাকা: অভ্যন্তরীণ রুটে সব উড়োজাহাজের একই ভাড়া নির্ধারণ, টিকেট বাতিলের চার্জসহ বিভিন্ন চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৭ মে) রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

তিনি বলেন, একেক কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছেন। টিকেট বাতিল সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি থাকে। তাই অভ্যন্তরীণ রুটে সরকারি-বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব চার্জ একই রকম নির্ধারণে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সব কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মে ০৭, ২০১৮
ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।