ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ৬ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মে ১১, ২০১৮
নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ৬ জনের জেল-জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ মে) সকালে গোপালগঞ্জ জেলায় প্রাথমিক নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন।

জেলা-জরিমানাপ্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন-শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার, মিম বালা ও তনুজা বিশ্বাস।

নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন ওই ছয়জনের মধ্যে শংকর দাসকে সাতদিনের সাজা ও অন্য পাঁচজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।