ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্যের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৮
সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জ: বিস্ফোরক দ্রব্য আইনে সিরাজগঞ্জে চার নারী জেএমবি সদস্যকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ মে) দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩২), বগুড়া জেলার শাহজাহানপুর থানার ক্ষুদ্র ফুলকোট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের শাহারুল ইসলাম সর্দার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (২১) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের সুমন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২৩)।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৩ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ছয়টি তাজা ককটেল, গ্রেনেড তৈরির বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড, লোহার তৈরি গ্রেনেডের টি বডি ও ৭৮ পৃষ্ঠার নয়টি জিহাদি বইসহ ওই চার নারী জেএমবি সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক রওশন আলী বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক আবু সাঈদ।

দীর্ঘ শুনানি শেষে দুপুরে বিচারক ওই চার নারীকে ৫ বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।