ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

বান্দরবানে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৪ কিশোরের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৮
বান্দরবানে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৪ কিশোরের জরিমানা অর্থদণ্ডপ্রাপ্তরা

বান্দরবান: বান্দরবানে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে চার কিশোরের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মিশন দে (১৮), মোহাম্মদ শামীম (১৭), অভিজিৎ ধর (১৭) ও অতনু চক্রবর্তী (১৭)।

এদের মধ্যে অতনু চক্রবর্তীকে দুই হাজার টাকা এবং অপর তিনজনকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও শারমিন আক্তার বাংলানিউজকে বলেন, দুপুরে শহরের হাইস্কুল এলাকায় স্কুল ছুটির পর ছাত্রীদের উত্ত্যক্ত করতে গেলে ওই চার কিশোরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় তাদের এ জরিমানা করা হয়।
 
তিনি বলেন, যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ইভটিজিং রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।