ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

নেছারাবাদে কারেন্টজাল রাখায় এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
নেছারাবাদে কারেন্টজাল রাখায় এক ব্যক্তির কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিষিদ্ধ কারেন্টজাল রাখার অপরাধে ফারুক মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২১ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাওসার হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ফারুক মিয়ার বাড়ি উপজেলার মিয়ারহাট এলাকায়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারেন্টজাল উৎপাদন, বিক্রি, কেনা, ব্যবহার, বহন, সরবরাহ ও সংরক্ষণ নিষিদ্ধ। সোমবার বিকেলে উপজেলার মিয়ারহাট বাজারের পাশে বেপারি বাড়ি এলাকায় ফারুক মিয়ার ভাড়া বাসায় কারেন্টজাল ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে এক মিটার কারেন্টজাল জব্দ করেন। এসময় কারেন্টজাল রাখার অপরাধে ফারুক মিয়াকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা,  মে ২১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।