ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য লিগ্যাল এইড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য লিগ্যাল এইড

ঢাকা: দেশের অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য লিগ্যাল এইড (আইনগত সহায়তা সংস্থা)। আর এ লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আদালতের কোনো কর্মচারী টাকা দাবি করেন, কারো বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

সোমবার (২১ মে) ঢাকা জেলা লিগ্যাল এইডের সঙ্গে বিচারক-আইনজীবীদের মতবিনিময় সভায় ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এসব কথা বলেন।

ঢাকা জেলা জজ আদালত ভবনের তিনতলায় কনফারেন্স রুমে জেলা জজ এসএম কুদ্দুস জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা জজ বলেন- দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের জন্যই লিগ্যাল এইড। সেই লিগ্যাল এইড দিতে গিয়ে যদি আদালতের কোনো কর্মচারী টাকা দাবি করেন, কারও বিরুদ্ধে এরূপ সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে আমি সঙ্গে সঙ্গে ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেব।

এছাড়া তিনি লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের আরও আন্তরিক হয়ে মামলা পরিচালনার পরামর্শ দেন।

সভায় ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) রাজেশ চৌধুরী, জাতীয় লিগ্যাল এইডের পরিচালক মোহাম্মদ জাফরুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোহাম্মদ বজলুর রহমান, ঢাকা বারের সভাপতি গোলাম মোস্তফা খান ও সেক্রেটারি মিজানুর রহমান মামুন ও প্যানেল আইনজীবীরা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমআই/ওএইচ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।