ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

মিয়াদ হত্যা মামলায় ৫ আসামির জামিন নামঞ্জুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
মিয়াদ হত্যা মামলায় ৫ আসামির জামিন নামঞ্জুর

সিলেট: ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ (২২) হত্যা মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ জুন) মামলার অন্যতম আসামি সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ পাঁচ আসামি জামিন নিতে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হন। শুনানি শেষে আদালতের বিচারক আবুল কাশেম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন-ছাত্রলীগ কর্মী সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ ও জুবায়ের খান। এই আদালতের পিপি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৬ অক্টোবর নগরের টিলাগড়ে নিজ দলের নেতাকর্মীরা মিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত মিয়াদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।