ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে কিশোর হত্যায় ৪ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
মানিকগঞ্জে কিশোর হত্যায় ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে কিশোর টুটুল (১৩) হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মিজানুর রহমান খান এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সুজন, আবু তালেব, সুরুজ ও মোক্তার হোসেন।

রায় ঘোষণার সময় সুজন, আবু তালেব আদালতে উপস্থিত ছিলেন। অন্য দু'জন আসামি পলাতক।

আসামিপক্ষের আইনজীবী আনিছুর রহমান  বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৪ সালে শিবালয় উপজেলার তেওতা গ্রামের কিশোর টুটুল খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। নিখোঁজের সাতদিন পর তেওতা জমিদার বাড়ির কুয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় টুটুলের বাবা আরমান আলী শিবালয় থানায় মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন আনিছুর রহমান। সরকারিপক্ষের কৌশলী ছিলেন পিপি আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।