ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের আইনজীবী মুনীর শরীফের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
সুপ্রিম কোর্টের আইনজীবী মুনীর শরীফের ইন্তেকাল

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মো. মুনীর শরীফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (০৮ জুলাই) সকালে সাড়ে আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বাদ যোহর সুপ্রিম কোর্ট গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মুনীর শরীফ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের মেয়ের জামাতা। মুনীর শরীফের বাবা শাহ মোহাম্মদ শরীফও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। শাহ মোহাম্মদ শরীফ ১৯৭৭-৭৮ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং ৮৮-৮৯ সেশনে সহ-সভাপতি ছিলেন।

১৯৭১ সালের ১২ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন মুনীর শরীফ। তবে তার পৈত্রিক নিবাস ভোলা জেলায়।

ঢাকার মুসলিম হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন মুনীর শরীফ।

১৯৯৭ সালে বার কাউন্সিলের সনদ নিয়ে আইন পেশা শুরু করে ১৯৯৯ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। পরবর্তীতে ২০০৮ সালে আপিল বিভাগের আইনজীবী হন। এছাড়া ২০১২-১৩ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র কন্যা রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।