ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

কাকরাইলে মা-ছেলে হত্যার চার্জশিটে বাদীর আপত্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
কাকরাইলে মা-ছেলে হত্যার চার্জশিটে বাদীর আপত্তি

ঢাকা: কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে আপত্তি দাখিল করেছেন মামলার বাদী।

চার্জশিটের তিন আসামি ছাড়া আরও আসামি আছে দাবি মামলার বাদী নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী সোমবার (১৬ জুলাই) চার্জশিটের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম আগামী ৬ আগস্ট নারাজির বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনিকে অভিযুক্ত করে চার্জশিটটি দাখিল করেন।

গত বছরের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলা কেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।