ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হজ পালনে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
হজ পালনে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের মৃত্যু

ঢাকা: পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের (৬৫) ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টা ২০মিনিটে ইন্তেকাল করেন তিনি।
 
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, তার স্ত্রী দিলারা বেগম শাহানা ফোনে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি স্ত্রী, এক পু্ত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।  

মো. জাবের গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট কন্যাকে সঙ্গে নিয়ে হজপালনের জন্য সৌদি আরবে যান। বীর মুক্তিযোদ্ধা এই আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামে।  

তিনি ঢাকায় ধানমন্ডি শংকরে বসবাস করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের স্নাতক ডিগ্রিধারী মো. জাবের ২০০৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০১৮ সনে ৪ জানুয়ারি  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।