ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুই মামলায় আমীর খসরুর হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
দুই মামলায় আমীর খসরুর হাইকোর্টে জামিন

ঢাকা: শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে নাশকতা ও উসকানির অভিযোগের ২ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ আগস্ট) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন।

 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে শেখ এ কে এম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানান, তিনি (আমীর খসরু মাহমুদ চৌধুরী) উচ্চ আদালতে এসে ঢাকা ও চট্টগ্রামের পৃথক মামলায় জামিন আবেদন করেছেন। আদালত ঢাকার মামলায় সাত সপ্তাহের ও চট্টগ্রামের মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।  

গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালী থানায় এবং ৫ আগস্ট আমীর খসরুর বিরুদ্ধে এই দুই মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।